এবার করোনা আক্রান্ত হলেন আকরাম খান

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান আকরাম খান।

শনিবার (১০ এপ্রিল) করোনা পজিটিভ হওয়ার পর নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে গণমাধ্যমকে জানান আকরাম খান। খুব বেশি শারীরিক জটিলতাও তার নেই বলে জানান দেশের সাবেক এই অধিনায়ক। তিনি জানান, ‘হালকা কিছু উপসর্গ থাকার পর পরীক্ষা করাতে দিই। বিশেষ করে কয়েকদিন ধরে ঠাণ্ডা ছিল বেশ। একটু গলাব্যথা ছিল। পরীক্ষা করিয়ে কালকে জানতে পেরেছি যে পজিটিভ। আপাতত ঠাণ্ডা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বাসায়ই আলাদা আছি।’

পরিবারের অন্য সদস্যদেরও শনিবার করোনা পরীক্ষা করানো হবে বলে জানান আকরাম।

আকরাম খান ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ১৫টি সীমিত ওভারের একদিনের খেলায় বাংলাদেশের নেতৃত্ব দেন তিনি।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!