মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় দেশের প্রথম সিভিল সার্জন হিসেবে ফেনী জেলার ডা. সাজ্জাদ হোসেন করোনার কোপে মারা যান। একই দিন রাতে জানা গেল করোনা আক্রান্ত হয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা।
বান্দরবানের করোনা আইসোলেশন সেন্টারের প্রধান ডা. প্রত্যুষ পল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকালে সিভিল সার্জনের নমুনার ফলাফল পজিটিভ এসেছে। বর্তমানে তার জ্বর ও কাশি রয়েছে। এতদিন হোম কোয়ারেন্টিনে থাকলেও করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকে তিনি আইসোলেশনে আছেন।
প্রসঙ্গত, এর আগে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান জেলা প্রশাসক মো. দাউদুল ইসলামসহ বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। এরপর ১৫ জুলাই থেকে জেলাকে রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়। বর্তমানে তারা সবাই সুস্থ হয়ে করোনা নেগেটিভ হয়েছেন।
এমএহক