চট্টগ্রামে এবারও অত্যন্ত গুরুত্ব ও মর্যাদার সঙ্গে পালিত হয়েছে ‘বিশ্ব রক্তদাতা দিবস ২০২৫’। এ উপলক্ষে এপিক হেলথ কেয়ারের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পূর্ব শাখায় অবস্থিত এপিক ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য আনন্দ র্যালি এবং গুরুত্ববহ আলোচনা সভা।
দিবসটির মূল উদ্দেশ্য ছিল—মানুষকে স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করা, রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা এবং নিরাপদ রক্তের প্রবাহ নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবান মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এপিক ব্লাড ব্যাংকের ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার। তিনি বলেন, ‘এপিক ব্লাড ব্যাংকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত পাঁচটি গুরুত্বপূর্ণ স্ক্রিনিং টেস্ট—হেপাটাইটিস বি ও সি, সিফিলিস, ম্যালেরিয়া ও এইচআইভি—অত্যন্ত সতর্কতার সাথে সম্পন্ন করা হয়। এছাড়াও ব্লাড কালেকশন থেকে শুরু করে ক্রস-ম্যাচিং এবং ট্রান্সফিউশন পর্যন্ত প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তি ও মানসম্পন্ন যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা হয়, যাতে সর্বোচ্চ মানের ও নিরাপদ রক্ত দেওয়া সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত রক্তদানের ফলে শরীর নতুন রক্তকণিকা তৈরি করে, রক্তপ্রবাহ সক্রিয় থাকে, হৃদরোগের ঝুঁকি কমে, অস্থিমজ্জা সচল থাকে এবং এতে মানসিক প্রশান্তিও বাড়ে।’
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এপিক হেলথ কেয়ারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির। তিনি বলেন, “রক্তের প্রয়োজনীয়তা সবচেয়ে ভালো বোঝেন ভুক্তভোগীরাই। তাই চট্টগ্রামবাসীর জন্য নিরাপদ ও মানসম্পন্ন রক্তসেবা নিশ্চিত করতে আমরা অভিজ্ঞ ও দক্ষ একটি টিমের মাধ্যমে এপিক ব্লাড ব্যাংক চালু করেছি।’
তিনি এপিক হেলথ কেয়ারের সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বেচ্ছায় রক্তদানে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, তরুণদেরও এই মহৎ কাজের সাথে যুক্ত হতে নিজ উদ্যোগে পরিবার ও সমাজে সচেতনতা তৈরির আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপিক হেলথ কেয়ারের মেডিকেল সার্ভিস বিভাগের ইনচার্জ ডা. হামিদ হোছাইন আজাদ। আলোচনায় আরও অংশ নেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর টি এম হান্নান, বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মো. জসীম উদ্দীন এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর তানজিনা কবির প্রমুখ।