এনেক্স ফ্যাশনে ২শ শ্রমিক ছাঁটাই, বিক্ষোভ

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকার এনেক্স ফ্যাশন নামের একটি পোশাক কারখানার ২শ শ্রমিককে ছাঁটায়ের অভিযোগ উঠেছে। ছাঁটাইয়ের প্রতিবাদে লকডাউন উপেক্ষা করে সোমবার (২৭ এপ্রিল) সকালে উক্ত কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ করেছে।

এনেক্স কারখানার শ্রমিক রাজু আহমেদ সবুজ জানান, কোন আগাম নোটিশ ছাড়া ২০০ শ্রমিককে ছাঁটাই করে দেয় এনেক্স ফ্যাশন। কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তাই আমরা সকাল থেকে কারখানার সামনে জড়ো হয়ে আন্দোলনে নেমেছি।

তিনি বলেন, বিষয়টি আমরা বিজিএমইএকে জানাবো। গত মাসে ৪ দিনের বেতন দেয়নি আমাদের।

অপর শ্রমিক হাসিনা বেগম জানান, অর্ডার নেই বলে গার্মেন্টস খুলবেনা জানানো হচ্ছে আমাদের। সামনে ঈদ। এ অবস্থায় আমরা যাবো কোথায়? এভাবে হলে আমাদের পথে বসা ছাড়া আর কোন কাজ থাকবেনা।

এ বিষয়ে এনেক্স ফ্যাশনের নির্বাহী পরিচালক শওকত হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আমাদের দুটি কারখানা রয়েছে। একটি আজকে চালু করা হয়েছে। অপরটি চালু না করায় শ্রমিকরা আন্দোলন করছে। সরকারি সাধারণ ছুটির মধ্যে এতোদিন বন্ধ ছিল। আমরা কয়েকদিন পর এই কারখানাও চালু করতাম তবে শ্রমিকদের সাথে কথা বলার জন্য আমাদের চেয়ারম্যান দেওয়ানহাটের ওই কারখানাতে গেছেন। সমস্যার সমাধান হয়ে যাবে।

এএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!