এনায়েতবাজার-হালিশহরের রাস্তায় হল জুমার নামাজ

চট্টগ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে মসজিদের বাইরে রাস্তায় আদায় করা হয়েছে জুমার নামাজ। শুক্রবার (১৭ এপ্রিল) কোতোয়ালী থানার এনায়েত বাজার মোড়ের মসজিদের বাইরে ও দক্ষিণ হালিশহর সিমেন্ট ক্রসিং এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

জানা যায়, মসজিদ বন্ধ থাকায় মুসল্লীরা মসজিদের বাইরে রাস্তায় এসে নামাজ আাদায় করেছেন। সরকারি নির্দেশনা না মেনে এমন কার্যক্রমে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রশ্ন তুলেন।

তৌফিক নামের এক ব্যক্তি তার ফেসবুকে লিখেন, ‘মসজিদের গেইট বন্ধ। তাই রাস্তায় জামাতে সামিল হচ্ছে ধর্মপ্রাণ বাঙ্গালিরা।’ তবে, সাধারণ মানুষকে ইন্ধন দিয়ে কোনও একপক্ষ অসচেতন করছে বলেও দাবি করেন তিনি।

এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন বলেন, ‘বিষয়টা তাদের নজরে এসেছে এবং পুলিশ, ম্যাজিস্ট্রেট ওই সময় উপস্থিত ছিলেন। তবে ম্যাজিস্ট্রেট থাকলে পুলিশের দায়িত্বে অর্ডার ক্যারি আউটের বিষয় আছে বলে জানান তিনি।

কোতোয়ালী জোনে সকাল শিফটে অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের সাথে কথা বললে তিনি জানান, বিভিন্ন মসজিদে ঈমামদের নির্দেশনা দিয়ে এনায়েত বাজার এলাকায় আসার পর নামাযরত মুসল্লিদের দেখতে পান। যার ফলে কিছু বলা সম্ভব হয় নি। তবে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগাযোগ করে বিষয়টি অবগত করা হবে। পরবর্তীতে এই ধরনের কাজ করা হলে এডিএম এর নির্দেশনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে, একইভাবে সিমেন্ট ক্রসিং এলাকায় রাস্তায় জুমা’র নামাজ আদায় করতে দেখা যায়। এ বিষয়ে জানতে মুঠোফোনে ইপিজেড থানার অফিসার ইনচার্জের সাথে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন নি।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ রোধে ধর্মবিষয়ক মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের ভেতরে জমায়েত না হয়ে নিজ নিজ বাসায় নামাজ আদায়ের নির্দেশ দেন। এছাড়া মসজিদ চালু রাখতে পাঁচ ওয়াক্তের নামাজে শুধুমাত্র ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ ৫ জন এবং জু্মা’র জামায়াতে অনধিক ১০ জন শরিক হতে পারবে বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে ধর্ম মন্ত্রণালয়ের এমন নির্দেশ মানছে না অনেকে। কোভিড-১৯ সংক্রামণ রোধে পারস্পরিক দূরত্ব বজায় রাখতে সরকার থেকে নানা দিক নির্দেশনা দেয়া হলেও তা তোয়াক্কা করছে না কেউ কেউ।

এমআর/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm