এনায়েতবাজারের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২২ নম্বর এনায়েতবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরীর লাভ লেইন এলাকার একটি বাসা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামে ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামি তিনি।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm