এনআইডির সঙ্গে মিল নেই টিকিটের, ৭১ ট্রেন যাত্রীকে জরিমানা

বাংলাদেশ রেলওয়ে নতুন সিস্টেমে টিকিটের সঙ্গে এনআইডি কার্ডের নম্বরের মিল না থাকায় ৭১ জন ট্রেন যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৈধভাবে টিকিট কেটে জরিমানা গোনায় ক্ষোভ দেখা গেছে যাত্রীদের মাঝে।

রোববার (৫ মার্চ) চট্টগ্রাম থেকে ঢাকামুখি সুবর্ণ ও ঢাকা হতে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে ৭১ জন যাএীর কাছ থেকে ৫৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সুবর্ণ ট্রেনে আব্দুল ওহাব নামের এক যাত্রী টিকিট কাটার পরও জরিমানা দেওয়ায় ক্ষোভ ঝাড়েন।

s alam president – mobile

যাত্রীদের জরিমানা বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী।

জানা গেছে, পরিবারের যে কোনো এক সদস্যের এনআইডি দিয়ে টিকেট কেটে ট্রেন ভ্রমণ করছেন অনেকে। এরমধ্যে যার এনআইডি দিয়ে টিকিট কাটা হয়েছে তিনি না থাকায় ভ্রমণকারীকে জরিমানা করা হচ্ছে। রোববার জরিমানার সময় অনেক যাত্রীর সঙ্গে রেল কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়েছে।

এদিকে গত ৩ মার্চ স্ট্যান্ডিং টিকিট কাটার ক্ষেত্রে এনআইডি কার্ড লাগবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। কিন্তু যারা সিটের টিকিট কাটবেন তাদের এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

Yakub Group

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!