এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম নগরের জিইসিতে অবস্থিত বনজৌর রেস্টুরেন্ট।
ইফতার আয়োজনে ঝাউতলার মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশু ইফতার ও ডিনারে অংশ নেয়।
শনিবার (২৫ মার্চ) বিকেলে রেস্টুরেন্টের ব্যাংকুইট হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ও কাউন্সিলর মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোরশেদ আলম, সমাজসেবক উম্মে হাবিবা আঁখি, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু তাহের ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য জাহেদুর রহমান সোহেল।
বনজৌর’র পরিচালক বিকাশ কান্তি দে এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে। এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বনজৌর রেস্টেুরেন্টে প্রতিদিন অতিথিদের জন্য বুফে-ডিনারের ব্যবস্থাসহ করপোরেট ও ফ্যামিলি প্রোগ্রামের জন্য ইফতার ও ডিনার পার্টির ব্যবস্থা রাখা হয়েছ।