এডিস নিধনে সক্রিয় এবার সিডিএ

ডেঙ্গুর বাহক এডিস নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে চউক চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ এই কাজের উদ্বোধন করেন।

সিডিএর সকল স্থাপনা তথা বিভিন্ন অফিস ভবন, আবাসিক এলাকা, মার্কেট এলাকা, বাস টার্মিনাল এলাকার আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমসহ মশা নিধনের জন্য ওষুধ ছিটানো হয়।

চউক অফিস ভবনে মশক নিধন অভিযানের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন সিডিএর বোর্ড সদস্য হাসান মুরাদ বিপ্লব, চউক সচিব তাহেরা ফেরদৌস বেগম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এএএম হাবিবুর রহমান, উপ-সচিব অমল গুহ, অর্থ ও হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ নাজের, অথরাইজড অফিসার মনজুর হাসান, প্রকল্প পরিচালক আ হ ম মেজবাহ উদ্দীনসহ সিডিএর কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, মশা নিধনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বাসা-বাড়ি-অফিস নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।

এফএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!