এখন ভারতের পারাদ্বীপে ৭৮ নাবিকসহ আটক বাংলাদেশি দুই জাহাজ

নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

৭৮ নাবিকসহ আটক বাংলাদেশি দুই জাহাজকে আইনি প্রক্রিয়ার জন্য ভারতের ওড়িশা রাজ্যের জগৎ সিংহপুর জেলার পারাদ্বীপ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৯টায় ভারতীয় কোস্টগার্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেছে।

এখন ভারতের পারাদ্বীপে ৭৮ নাবিকসহ আটক বাংলাদেশি দুই জাহাজ 1

ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে, ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অপরাধে ৭৮ জন ক্রুসহ বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলোকে পারাদ্বীপ নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে জাহাজ দুটি ও নাবিকদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এ তথ্য নিশ্চিত করেছে জাহাজ দুটির মালিকপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর।

নৌযান দুটি হল— এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২। মঙ্গলবারও নৌযান দুটির মালিকপক্ষ নাবিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। তবে নাবিকরা ভারতের জলসীমায় অবস্থান করছেন বলে জানিয়েছেন।

এফভি মেঘনা–৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন বলেন, ‘নৌযান দুটি মাছ ধরছিল। এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ খুলনা বেল্টের হিরণ পয়েন্ট থেকে ভারতের জলসীমায় নিয়ে গেছে।’

তিনি বলেন, ‘সংবাদটি কোস্ট গার্ড, প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। এফভি মেঘনাতে ক্রু ও জেলে মিলিয়ে মোট ৩৭ জন এবং লায়লাতে ৪১ জন ছিল। মঙ্গলবার সকালেও নাবিকদের সঙ্গে কথা হয়েছে।’

নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম জানান, ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পেয়েছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ভারতের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm