এক হাত নেই, গলায় বেল্ট—কর্ণফুলীতে ডোবায় মিললো যুবকের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় পঁচা ডোবা থেকে ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) দুপুর দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওয়ান বিবি বাড়ির পঁচা ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

আশেপাশের লোকজন ও পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

s alam president – mobile

তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ডোবায় ফেলে রেখে পালিয়েছে। জন্মগতভাবে লাশের এক হাত নেই, গলায় বেল্ট মোড়ানো, পরনে লুঙ্গি ও গায়ে ফতুয়া রয়েছে।

ঘটনাস্থল থেকে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘বুধবার সকালে স্থানীয় লোকজন দেওয়ান বিবির বাড়ী এলাকার একটি ডোবায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘লাশের গলায় কালো দাগ রয়েছে। দু-একদিন আগে কোনো এক সময় দুর্বৃত্তরা হয়তো তাকে হত্যা করে ডোবায় রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

Yakub Group

পুলিশের বিশেষায়িত টিম লাশ শনাক্তে ফিঙ্গার প্রিন্ট নিয়েছে বলে জানান ওসি।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm