এক রাতে তিন মন্দিরে চুরি, খোয়া গেল কষ্টিপাথরের শিব লিঙ্গসহ ৭ লাখ টাকার মালামাল

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে তিনটি মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। এতে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।

মঙ্গলবার (২৫ মে) রাত আনুমানিক ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ধানপুরা এলাকার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়িতে সার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও দূর্গা বাড়ি মন্দিরে চুরির এ ঘটনা ঘটে। বুধবার (২৬ মে) বিকালে আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আনোয়ারা উপজেলা ভাইস চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃণাল কান্তি ধর জানান, উপজেলা সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাস ধরে মন্দির চুরি ঘটনা ঘটলেও দুষ্কৃতিকারীদের আটক ও চুরি মালামাল উদ্ধার না হওয়ায় আমরা শঙ্কিত। তারই ধারাবাহিকতায় বুধবার আনুমানিক তিনটার দিকে আমার পরিচালনাধীন সার্বজনীন দূর্গা মন্দির, কালি মন্দির ও আমার বাড়ির পাশের দূর্গা বাড়ি মন্দিরে চুরি ঘটনা ঘটে। এতে কষ্টিপাথরের শিব লিঙ্গ, দূর্গা, রাম, লক্ষণ, শীতা, হুনুমানের মুর্তি, পূঁজা সামগ্রীসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুস্কৃতিকারীরা।

চুরির ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ করা হয়েছে উল্লেখ করে অতিদ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানান।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম সিকদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশা করছি কম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm