এক যুগ পর চালু হওয়া বৃত্তি পরীক্ষা আবারও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন এই বৈঠকে।
২০০৮ সালের আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আলাদা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হতো। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হতো।
কিন্তু ২০০৮ সালে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষা চালু হলে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়।
তবে সরকার পিএসসি ও জেএসসি বাতিল করার পর গতবছর ২০২২ সাল থেকে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু করে ।
এক যুগ পর চালু হওয়া বৃত্তি পরীক্ষা বাতিল করে গণশিক্ষা মন্ত্রণালয়। তবে ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন করে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আরএ/ডিজে