এক মৃত্যুর দিনে চট্টগ্রামে ৮ করোনা শনাক্ত

0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৩ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন আটজন। এর ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২২২ জনে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় আটজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের দুজন এবং উপজেলার ছয়জন। উপজেলার ছয় জনের মধ্যে ২ জন রাউজানের ও হাটহাজারী ৪ জন।

s alam president – mobile

এদিন পটিয়া, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, হাটহাজারী, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও মিরসরাইয়ে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে একজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এমএহক

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!