আক্রান্ত ৪১, নগরে বাড়ছে ডেঙ্গু রোগী

চট্টগ্রাম নগরে বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। এ মাসের ২৫ দিনেই শনাক্ত হয় ৪১ রোগী। নতুনভাবে বৃহস্পতিবার (২৫ জুলাই) ৭ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫ ও বেসরকারি ম্যাক্স হাসপাতালে ২ রোগী শনাক্ত হয়েছে।

নগরীতে গত ছয় মাসে শনাক্ত হয় মাত্র তিনজন রোগী। কিন্ত এ মাসের পঁচিশ দিনেই শনাক্ত হয়েছে ৪১। প্রতিদিনই বেড়ে চলেছে এ সংখ্যা।

সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,‘নতুন করে আরও ৭ রোগীর তথ্য পেয়েছি। এ পর্যন্ত নগরীতে ৪১ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ভয়ের কারণ নেই আমরা প্রতিদিনই রির্পোট করছি। ঢাকায় প্রতি ঘণ্টায় ১৯ ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে। গত দুই বছরের তুলনায় এ বছর অনেক কম। অন্তত ঢাকার মতো মহামারি আমাদের এখানে হয় নাই।

ডেঙ্গু নিয়ে সতর্কতা ও সচেতনতামূলক ব্যানার সব চিকিৎসা কেন্দ্রকে চিঠি দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। পাশাপাশি লিফলেট বিতরণ অব্যাহত আছে। ডেঙ্গু প্রতিরোধে ১৫ উপজেলা তদারকির জন্য কন্ট্রোল রুম করেছে। নগরে অবস্থিত ৯ আরবান ডিসপেনসারিতে ডেঙ্গু নিয়ে বিশেষ সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!