s alam cement
আক্রান্ত
৪৬৬৮২
সুস্থ
৩৫২১৬
মৃত্যু
৪৫২

এক মাসের বেতনে ৫০ পরিবারকে খাবার দিলেন পুলিশের এসআই

0

নিজের এক মাসের বেতনের টাকায় করোনায় ঘরবন্দি অসহায় ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী কিনে দিয়েছেন পুলিশের এক উপ-পরিদর্শক (এস আই)। সোমবার (৩০ মার্চ) নিজের কর্মস্থল চট্টগ্রামের খুলশী থানার এসআই খাজা এনাম এলাহী ওই এলাকার দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী কিনে দেন।

তিনি জানান, সাধ্যের মধ্যে অসহায় মানুষের পাশে সকলেই এগিয়ে আসছেন। নিজের এক মাসের বেতনের টাকা খরচ করে তিনিও মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

খুলশী থানাধীন মতিঝর্ণা, পোড়াকলোনী, ট্যাংকির পাহাড়, টাইগারপাস, ডেবারপাড় ও ঝাউতলা এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলো বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর করেন। খাজা এনাম এলাহী ২০১৬ সালে পুলিশে যোগ দেন।
তিনি দেড় বছর ধরে চট্টগ্রামের খুলশী থানায় কর্মরত রয়েছেন।

এফএম/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm