এক দোকানেই মজুদ ৫০০ বস্তা চিনি, হালিশহরের ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকার সততা ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানের গুদাম থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজউল্লাহর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিষয়ে উপ পরিচালক ফয়েজউল্লাহ জানান, আগের দামে কেনা প্রায় ৫০০ বস্তা চিনি বেশি দামে বিক্রির জন্য মজুদ করে রাখেন দোকান মালিক। যার পাইকারি ক্রয়মূল্য প্রতিকেজি ৯০ টাকা। কিন্তু এখন এসব চিনি বিক্রি করা হচ্ছে ১০৭ টাকা কেজিতে।

পরে ওই প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm