এক ঘণ্টায় হঠাৎ ৬৪ স্কুলছাত্রী অসুস্থ সন্দ্বীপে

চট্টগ্রামের সন্দ্বীপের সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টায় ৬৪ জন ছাত্রী অসুস্থ হয়েছে। অসুস্থদের মধ্যে জ্বর, বমি ও মাথা ব্যথা এবং চোখমুখ ফোলা দেখা গেছে। এছাড়াও তিনজন শিক্ষক ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী অসুস্থ হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সকালে প্রাত্যহিক সমাবেশের পর নবম শ্রেণির কয়েকজন ছাত্রী বমি শুরু করে। মুহূর্তের মধ্যে ওই শ্রেণীর আরও ২০-২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আধ ঘণ্টার মধ্যে পাশের অন্যান্য শ্রেণির ছাত্রীরাও অসুস্থ হয়ে যায়। তাদের দেখাশোনা করতে গিয়ে চতুর্থ শ্রেণির দু’জন নারী কর্মচারী এবং তিনজন শিক্ষক অসুস্থ হয়ে যায়।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করলে তিনি ডা. আশরাফুর রহমান নাদিমের নেতৃত্বে একটি চিকিৎসক দল পাঠান। মেডিকেল টিম অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে কিছু ওষুধ সরবরাহ করেন।

ডা. আশরাফুল ইসলাম নাদিম জানান, লক্ষণ দেখে ভাইরাস জ্বর বলে ধারণা করছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাব বেগম বলেন, ‘হঠাৎ করে মেয়েরা ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আমরা তাদের চিকিৎসাসেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!