একের পর এক নারী কেলেঙ্কারীতে হেফাজত নেতাদের মুখোশ খুলছে- আ জ ম নাছির

ইসলামের নাম দিয়ে হেফাজত নেতারা সহজ-সরল নারীদের সাথে প্রতারণায় মেতে উঠেছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (৮ মে) শেরশাহ কলোনি মিনার রোডে দুই নম্বর জালালাবাদ ওয়ার্ড ‘সি’ ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণের সময় তিনি এ মন্তব্য করে।

এ আয়োজন থেকে ওই এলাকার ৩০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজম নাছির বলেন, ‘ছলেবলে, কৌশলে অনেক নারীর দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সম্ভ্রমহানি করেছে হেফাজতে ইসলামের কিছু নেতা। ইজ্জতের ভয়ে ভুক্তভোগী সেসব নারীরা ভন্ড প্রতারক হেফাজত নেতাদের ব্যাপারে মুখ বুজে ছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। নারী কেলেঙ্কারীতে নেতাদের মুখোশ খুলে যাচ্ছে। একের পর এক নারী কেলেঙ্কারীতে হেফাজত নেতারা ফেঁসে যাচ্ছেন।’

‘সি’ ইউনিট আওয়ামীলীগের সভাপতি লোকমান হাকিম কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সদস্য বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা মো. ইসা, কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ফরিদ আহমেদ চৌধুরী, মো. ইয়াকুব, আবদুল কুদ্দুস বাপ্পী, মাসুদ আলম, মাহাবুব আলম রিপন, আতাউর রহমান টিটু, তৌহিদ আহমদ, আবদুর রহমান, এনামুল হক বাবুল, বাহার উদ্দিন বাহার, যুবলীগ নেতা শামসুদ্দিন বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাউদ্দিন প্রমুখ।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!