একেখানে অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা

গাড়ি চলাচল বন্ধ। আয় নেই পরিবহন শ্রমিকদের। তাদের খোঁজখবর নিচ্ছে না শ্রমিক নেতারাও। লকডাউনে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। শ্রমিক নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগসহ ত্রাণ পাওয়ার দাবিতে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানার একে খান মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা।

শনিবার (৯ মে) সকালে ১১ টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ে এই কর্মসূচি পালন করা হয়। ওই সময় প্রায় ২৫-৩০ জন পরিবহন শ্রমিক ৩০ মিনিট ধরে মহাসড়কে বিক্ষোভ পালন করে। ওই সময় রাস্তায় যানবাহনের জট সৃষ্টি হয়।

শ্রমিকরা বলেন, গাড়ি বন্ধ থাকায় আয় নেই। অথচ আমাদের নেতা দীর্ঘদিন আমাদের কাছে টাকা পয়সা নিতেন। এই দুর্দিনে তাদের চেহারাও দেখা যাচ্ছে না। এ পর্যন্ত কোন ত্রাণ পায়নি। কেউ আমাদের খোঁজ খবর রাখছে না। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে আসছি। খাবার দেন নইলে মেরে ফেলুন।

বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে সিএনজি অটোরিকশা, হিউম্যান হলার, টেম্পুর চালক ও শ্রমিক ত্রাণের দাবিতে অবরোধ করলে আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। প্রায় আধঘণ্টার চেয়ে বেশি সময় সেখানে অবস্থান নিয়েছিল শ্রমিকরা।

শ্রমিকদের বরাত দিয়ে ওসি বলেন, ‘পরিবহন বন্ধ থাকায় তারা এখন দূর্বিষহ জীবন পার করছেন। অথচ তাদের নেতা এখন কোন খোঁজখবরও নিচ্ছে না। অথচ সারাবছর টাকা দিত তাদের। গত দেড় মাস ধরে কর্মহীন হয়ে পড়া এসব শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।’

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm