একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সম্মেলন উপলক্ষে ২৯ সদস্যবিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
এতে পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদারকে আহ্বায়ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. আলাউদ্দিন ও সাবেক ছাত্রনেতা হাসান মনসুরকে যুগ্ম-আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা মো. অলিদ চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
২৯ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের ৮ম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালি।
কমিটির অন্য সদস্যরা হলেন দীপংকর চৌধুরী কাজল, চলচ্চিত্র নির্মাতা শৈবাল চৌধুরী, প্রফেসর ড. মোজাহের আলম, অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দীন, সাংবাদিক রতন কান্তি দেবাশীষ, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, অধ্যাপক মিনু মিত্র, ছড়াশিল্পী সৈয়দা সেলিমা আক্তার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জল, রহমত উল্ল্যাহ চৌধুরী, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, সাবেক ছাত্রনেতা একেএম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, এমএ মান্নান শিমুল, নাজমুল আলম খান ও সুমন চৌধুরী।
এছাড়া আরও রয়েছেন ডা. সৌমিক বড়ুয়া, ডা. আসাদ মাহমুদ সামিল, মানবাধিকারকর্মী জ্যোতির্ময় ধর, সাংবাদিক আহমেদ কুতুব, সাবেক ছাত্রনেতা দেবাশীষ আচার্য্য, অ্যাডভোকেট মো. সাহাব উদ্দীন, ছাত্রনেতা অসিত বরণ বিশ্বাস, শিক্ষিকা কাজী সুলতানা ইয়াসমীন, শিক্ষিকা শুভ্রা দাশ ও অথৈ মজুমদার অনিন্দ্য।