একরাতে ১৩ দোকানে চুরি চন্দনাইশে

চট্টগ্রামের চন্দনাইশের সাতবাড়িয়ায় একরাতে ১৩টি দোকান চুরি হয়েছে। এরমধ্যে ১০টি মুদির দোকান, দুইটি চায়ের দোকান ও একটি ওষুধের দোকান।

সোমবার (৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

চুরেরা এসব দোকানের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

ভগবান হাটে ৫টি, বড়ুয়া পাড়াএলাকার ২টি ও বৈলতলী-নাজিরহাট সড়কের যতরকুলের ৬টি দোকান।

চুরি হওয়া দোকানগুলো হল- সাতবাড়িয়া ইউনিয়নের ভগবান হাটের আমিনুল ইসলামের মুদির দোকান, বদিউল আলম স্টোর, আবদুল মান্নান সওদাগরের মুদির দোকান, নাসির স্টোর, আরমান স্টোর, বড়ুয়া পাড়ার রাজেশ স্টোর ও সুমন স্টোর, যতরকুল এলাকার জামালের চায়ের দোকান, নূর মোহাম্মদের চায়ের দোকান ও জামালের ওষুধের ফার্মেসি, রহিম স্টোর, লিটন স্টোর এবং ইউছুপ স্টোর।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm