এওচিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিজয় দিবস উদযাপন

চট্টগ্রামের সাতকানিয়ার এওচিয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় উপলক্ষে এক আলোচনা সভা এওচিয়ার টেক মাঠে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিমউদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেহ।

বিশেষ অতিথি ছিলেন এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী।

আলোচনা সভায় সঞ্চালনা করেন এওচিয়া আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মিজান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm