ঋণের টাকা দিতে যাওয়ার পথে বজ্রপাতে অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক অন্তঃস্বত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি এনজিওতে ঋণের টাকা পরিশোধ করতে যাচ্ছিলেন।

শনিবার (৮ জুন) উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম পারভীন আক্তার (৩৩)। তিনি সাত মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তিনি ওই গ্রোমের রিকশাচালক আকবর আলীর স্ত্রী এবং আবুল হোসেনের মেয়ে। পারভীনের ৩ মেয়ে সন্তান আছে।

পারভীনের বাবা আবুল হোসেন বলেন, বাড়ির পাশে একটি এনজিও সমিতি আছে। ওখান থেকে কিছু টাকা পারভীন ঋণ নিয়েছে। সকাল ১১ টার দিকে ওই সমিতিতে ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে যাবার পথে আকষ্মিক বজ্রপাতে আক্রান্ত হয় সে। ঘটনাস্থলেই ঝলসে যায় সে। ওইসময় স্থানীয়রা চাম্বল এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণি বলেন, বজ্রপাতে পারভীন আক্তারের মৃত্যুর খবরটি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারকে জানানো হয়েছে। তিনি নিহতের পরিবারকে সরকারিভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন। পারভীনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm