উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে শেষ হল কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট (কেএফটি সিজন-২)। শনিবার (২২ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনালে অংশ নেয় কেএসএল ফাইটার্স ও ইলেকট্রো এলিট। ১-০ গোলে ভাগ্য নির্ধারণ হয় বিজয়ী দল কেএসএল ফাইটার্সের।
গত ৭ ফেব্রুয়ারি নগরীর হালিশহর কেএসআরএম ফুটবল কমপ্লেক্সের টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন হয়। সেই থেকে প্রতিদিন চলে টুর্নামেন্টের খেলা। কেএসআরএমের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে গঠিত ২৮টি ফুটবল টিম অংশ নিয়ে খেলেন ৫২ টি ম্যাচ।
প্রথম রাউন্ডে ৩২ ম্যাচ, নকআউট পর্বে অনুষ্ঠিত হয় ১৬ ম্যাচ, কোয়াটার ফাইনাল ৮ ম্যাচ, সেমিফাইনালে ৪ ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনালের মধ্যদিয়ে শেষ হয় টুর্নামেন্ট।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মার্কেটিং ভাইকিংসকে ২-০ গোলে পরাজিত করে জয় নিশ্চিত করে নেয় শকওয়েভ স্কোয়াড।
ফাইনাল ম্যাচে দুই দলই কেএসএল ফাইটার্স এবং ইলেকট্রো এলিট দক্ষতা ও নৈপুণ্য দেখাতে সক্ষম হয়।
টার্ফের চারপাশে ছিল ব্যাপক দর্শকের উপস্থিতি। তাদের দফায় দফায় ভুভুজেলার ধ্বনি, মুহুর্মুহু করতালি ও টানটান উত্তেজনা ছিল ম্যাচ জুড়ে।
টিমের খেলোয়ারদের উৎসাহিত করতে মাঠে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ম্যাচ পরিচালনাকারী ১১ সদস্যের কমিটি এবং তাদের সহযোগী সদস্যবৃন্দ। সেইনঙ্গে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক নবাব সিরাজ উদ্ দ্দৌল্লা, সেলিম উদ্দিন, করিম উদ্দিন, সরওয়ার জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ফাইনাল উদযাপনে উপ ব্যাবস্থাপনা পরিচালক সারওয়ার জাহান গান পরিবেশন করেন। টুর্নামেন্টের থিম সং লিখেন কেএসআরএম মার্কেটিং বিভাগের করপোরেট সেলস ম্যানেজার মুশফিকুর রহমান।
পরবর্তীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেক খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার, সম্মাননা পদক এবং নগদ অর্থ।
বিচারকরা টুর্নামেন্টে সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচন করেন বিজয়ী দল কেএসএল ফাইটার্সের সজিবকে এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হন শকওয়েভ স্কোয়াডের তারেক।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপ ব্যবস্থপনা পরিচালক নবাব সিরাজ উদ্ দ্দৌল্লা বলেন, কেএসআরএম ব্যবসার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও খেলাধুলার মাধ্যমে কর্মীদের দক্ষতা এবং ইতিবাচক মনোজাগতিক পরিবর্তনে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে।