উল্টো পথে চলতে গিয়ে ট্রাকের ধাক্কা, সড়কেই মৃত্যু রাজমিস্ত্রির
রাজমিস্ত্রি ইকবাল হোসেন (২০)। থাকতেন বায়েজিদ থানাধীন আরেফিন নগরে। কাজ শেষে বাসায় ফেরার পথে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন উল্টো পথে।
আর তখনই দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে আরেফিন নগর সিজার গার্মেন্টেসের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবালের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মোল্লাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ।
বায়েজিদ থানার এসআই মেহের হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ইকবাল হোসেনকে স্থানীয় পথচারীরা চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহরে রাজমিস্ত্রির কাজ করতেন ইকবাল হোসেন। কাজ শেষে সাইকেল করে বাসার ঠিক সামনের রাস্তায় উল্টোপথে আসছিল। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ইকবাল। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়েন।
লাশ বর্তমানে চমেক হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান এসআই মেহের হোসেন।
আইএমই/কেএস