উল্টোপথে গাড়ি চালাতে বাধা দেওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরেছেন পাজেরো জিপ চালক। এতে তার নাকের হাড় ভেঙে গেছে। আহত পুলিশ সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর খুলশী এলাকার এক নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
আহত কনস্টেবলের নাম সোহরাব হোসেন।
অভিযুক্ত জিপ চালক হলেন মো. রফিকুল আলম। সাউথ ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের যানবাহন শাখায় কর্মরত ছিলেন তিনি। এ ঘটনার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি প্রাডো পাজেরো জিপ নগরীর খুলশী এক নম্বর সড়কে উল্টো দিক থেকে এসে রাস্তায় যানজটের সৃষ্টি করে। এসময় কর্তব্যরত কনস্টেবল সোহরাব হোসেন তাকে সিগন্যাল দেয়। কেন সিগন্যাল দিলো, তৎক্ষণাৎ ওই কনস্টেবলের শার্টের কলার ধরে মুখে ঘুষি মারেন পাজেরো চালক রফিকুল। এতে কনস্টেবলের নাকের হাড় ভেঙে গিয়ে রক্ত বের হয়।
পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় চালকসহ গাড়িকে আটক করে খুলশী থানার হস্তান্তর করা হয়।
এ ঘটনার পর ইস্টার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন শাখার ব্যবস্থাপক মো. মোরশেদ মঈনুদ্দীন এক নোটিশের মাধ্যমে ওই গাড়ি চালককে অব্যাহতি দেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, ট্রাফিকের দায়িত্ব পালনের সময় এক চালক কনস্টেবল সোহরাব হোসেনকে মারধর করে রক্তাক্ত করেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালককে গাড়িসহ আটক করে থানায় নিয়ে আসে স্থানীয়রা।
আরএ/ডিজে