উল্টে গেল ‘ক্লিফটন গ্রুপের’ গাড়ি, ১৬ শ্রমিক রক্তাক্ত

চট্টগ্রামের বায়োজিদ থানার চা বোর্ডের সামনে সড়ক দুর্ঘটনায় ক্লিফটন গ্রুপের ১৬ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টায় কারখানায় যাওয়ার পথে বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদ শাহজাহান নামের একজন শ্রমিক জানান, চা বোর্ডের সামনে ক্লিফটন গ্রুপের শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের ভিতরে থাকা ১৬ জন শ্রমিক গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ক্লিফটন গ্রুপের অফিসের ভিতরে নিজেস্ব চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ৯ জন শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন লোকমান (৩০), অরুণ পাল (৪০), মিন্টু বিকাশ চৌধুরী (৪৮), নুর মোহাম্মদ (৩৪), রাজিব হোসেন (২৬), ঝর্ণা বেগম (২৬), তৃপ্তি বড়ুয়া (৪৫), সুলতানা (৪০), জরিনা বেগম (৫৫)।

এদের চমেক হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। আহতদের অবস্থা আশংঙ্কামুক্ত বলে জানা গেছে ।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm