ঈদ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে রোগীদের জন্য উন্নতমানের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে আজ ৫ জুন বুধবার। এদিনের খাবার খাতে ছিল অন্যদিনের চাইতে আলাদা বরাদ্দ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আজ বুধবার ঈদের দিন সকালের নাস্তায় রোগীদের দেওয়া হয় পাঁচ টুকরো পাউরুটি, জেলি, কলা, বিস্কুট, সেমাই, সেদ্ধ ডিম ও দুধ। দুপুরের খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগির রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোরমা ও সালাদ। রাতের খাবারে ভাত, মুরগি, সবজি ও ডাল দিয়ে রাতের খাবারের মেন্যু সাজানো হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও আজ বুধবার ঈদের সকালে ছিল উন্নতমানের প্রাতঃরাশ। এখানে দুপুরে রোগীদের দেওয়া হয় পোলাও, মুরগি ও সেদ্ধ ডিম।
এদিকে চট্টগ্রাম জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঈদ উপলক্ষে আজ বুধবার উন্নতমানের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
সিপি