উন্নত বাংলাদেশ গড়তে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ছাত্রলীগকে

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ৭ই মার্চ পালন

0

৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল উল্লেখ করে এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও ছাত্রলীগকে একইভাবে ভূমিকা রাখার আহবান জানিয়েছেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে ছাত্রলীগকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শনিবার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন রেজাউল করিম।

৭ই মার্চের ভাষণই বাঙ্গালির স্বাধীনতা যুদ্ধের মূল সঞ্জীবনী শক্তি ছিল উল্লেখ করে রেজাউল বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতি ঐতিহাসিক স্বাধীনতা দিক নির্দেশনা পেয়েছিল। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ উজ্জীবিত করেছিল বলেই সেদিন গোটা জাতি রণাঙ্গনে যুদ্ধে ঝাপিয়ে পড়ে।’

s alam president – mobile

বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে কর্মকান্ড চলছে তাতে ছাত্রলীগের ভূমিকার বিষয়ে রেজাউল বলেন,‘আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ছাত্রলীগকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশপ্রেমে এবং বঙ্গবন্ধুর আদর্শে সমাজে ছড়িয়ে পড়তে হবে।’

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর’র সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি ইয়াছিন আরাফাত কচি, নাজমুল হাসান রুমি, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছামদানি জনি, সাংগঠনিক সম্পাদক শওকত আলী রনি, খোরশেদ আলম মানিক, আমির হামজা, সম্পাদকমন্ডলীর সদস্য শাহরিয়ার হাসান, ওসমান গণি বাপ্পী, উপ সম্পাদকমন্ডলীর সদস্য এমএ হালিম সিকদার মিঠু, পিংকি সাহা, শরীফুল ইসলাম আদনান, সহসম্পাদক কায়সার মাহমুদ রাজু, এম হাসান আলী, শুভ ঘোষ, সদস্য মাহমুদুর রশিদ বাবু, সালাউদ্দিন বাবু, মোশরাফুল হক পাভেল, আরাফাত রুবেল, মিজানুর রহমান মিজান, অনিন্দ্য বৈদ্য, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ, থানা ছাত্রলীগের সভাপতিমন্ডলীর সদস্য হাসান হাবিব সেতু, মো. কাইয়ুম, মো. সাঈম, নূরুন নবী সাহেদ, জুয়েল সিদ্দিকী, সাধারণ সম্পাদকমন্ডলীর সদস্য তৌসিফ মেহেরাজ, নুরুজ্জামান বাবু, রাকিব হায়দার, মো. শহীদ, মো. তৌহিদ, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ইমতিয়াজ, সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. আলী মিঠু, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা সৈয়দ আনিসুর রহমান, মোস্তফা হাকিম কলেজ ছাত্রলীগ নেতা ওয়াহিদ উল্লাহ চৌধুরীসহ প্রমুখ।

এআরটি/এসএ

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!