উদ্যোক্তা হতে হলে আত্ম-উন্নয়ন জরুরি: ড. সেলিম উদ্দিন

চট্টগ্রামে স্টার্টাপ স্কুলের কর্মশালা

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হতে হবে। এজন্য প্রয়োজন সেল্ফ ডেভেলপমেন্ট বা আত্ম-উন্নয়ন। উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তাদের মোটিভেশনাল পাওয়ারের জায়গা আরো সুদৃঢ় করতে হবে।

স্টার্টাপ চট্টগ্রামের উদ্যোগে স্টার্টাপ স্কুল ১ বিষয়ক একটি কর্মশালায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ইসি কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন।

উদ্যোক্তা হতে হলে আত্ম-উন্নয়ন জরুরি: ড. সেলিম উদ্দিন 1

ড. সেলিম উদ্দিন আরো বলেন, উদ্যোক্তারা রাষ্ট্রের চেইঞ্জ এজেন্ট। তারা সমাজের স্তম্ভ। সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তির সমন্বয়ে নতুন নতুন আইডিয়া সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তারা নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

রবিবার (৪ আগস্ট) চট্টগ্রাম অফিসার্স ক্লাবে স্টার্টাপ স্কুল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, স্টার্টাপ চট্টগ্রামের উপদেষ্টা আবু তালেব সিদ্দিক সানজু, র‌্যাংগস এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক মুসতারি মোর্শেদ স্মৃতি, স্পিকার্স কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইএসডিপি প্রজেক্টের প্রশিক্ষক মোহাইমিনুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টাপ চট্টগ্রামের ফাউন্ডার আরাফাতুল ইসলাম আকিব।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, তরুণরা সামাজিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তার বড় প্রমাণ। ওই আন্দোলনে ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে সরকার চট্টগ্রাম নগরের স্কুল শিক্ষার্থীদের জন্য ১০ ডাবল ডেকার বিআরটিসির বাস উপহার দিয়েছে। কোরবানির ঈদের পর বাসগুলোর সেবা পাবে শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক আরো বলেন, আইসিটি সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে শুরু করে সকল ওয়েবসাইটে সেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হয়েছে। আইসিটি সেক্টরের সেবার তথ্য সবার মাঝে ছড়িয়ে দিতে তরুণ উদ্যোক্তোদের ভূমিকা রাখতে হবে।

স্টার্টাপ চট্টগ্রামের উপদেষ্টা চিটাগং মেরিন ডকইয়ার্ড এর এমডি আবু তালেব সিদ্দিক সানজু বলেন, আইসিটি সেক্টরের অনেক সেবা আমাদের অজানা। এ সেবা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমন্বয় জরুরি। আইআরসি, ইআরসিসহ বিভিন্ন লাইসেন্স সংক্রান্ত সেবা ওয়ানস্টপ সার্ভিসের আওতায় আনলে ব্যবসা বাণিজ্যে আরো গতি আসবে। সরকারি সেবা প্রদানে সেবা গ্রহীতার পর্যায়ে মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান তিনি।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসসি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!