উত্তেজনা-সহিংসতা এড়াতে ডবলমুরিংয়ে মাইকিং, পুলিশের তল্লাশি

নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয় চট্টগ্রামের পাঠানটুলিতে। সেই মৃত্যু নিয়ে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। ইতোমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বদলি করা হয়েছে থানার ওসিকে। উত্তেজনা প্রশমন এবং সহিংসতা এড়াতে এবার সেই ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং করেছে ডবলমুরিং থানা। বুধবার (২০ জানুয়ারি) ডবলমুরিং জোনের অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে এই মাইকিং করা হয়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও তল্লাশি চালানো হয়।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা আর কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা চাই না। তাই আজ সচেতনতামূলক মাইকিং করেছি। পাশাপাশি প্রার্থীদের সাথেও আলোচনা করে নির্বাচনের পরিবেশ সুন্দর রাখার জন্য আহ্বান জানিয়েছি।’

পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি নির্বাচনী সহিংসতায় একজন মারা যায়। এই ঘটনার জেরে বদলি হন ডবলমুরিং থানার ওসি। নতুন ওসি হিসেবে যোগদান করেন মোহাম্মদ মহসীন। যোগদানের পরদিনই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ কমিশনার আবু বক্কর সিদ্দিক, এসময় সহকারী কমিশনার শ্রীমা চাকমা উপস্থিত ছিলেন।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!