উত্তর কাট্টলীর সুবিধাবঞ্চিতদের সাহরি ও ইফতারসামগ্রী দিলো যুবদল

চট্টগ্রাম নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের সুবিধাবঞ্চিত মানুষদের সাহরি ও ইফতারসামগ্রী দিয়েছে যুবদল।

রোববার (৯ মার্চ) দুপুর ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি শাহেদ আকবর, সহসভাপতি ফজলুল হক সুমন, মিয়া হারুন ও মো. হায়দার, যুগ্ম সম্পাদক হাবীবুর রহমান মাসুম এবং শাহীন পাটোয়ারী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মহিউদ্দিন চৌধুরী রিপন, মহানগর যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক হোসেন, মহানগর ছাত্রদল সদস্য আব্বাস রিপন, পাহাড়তলী ছাত্রদলের সদস্য সচিব আসলাম আজমী হিমু, যুবদল নেতা মো. মহিউদ্দিন, দিদারুল আলম দিদার, মোরশেদ আলম, শহীদুল আলম টিটু, মো. আকতার, চুন্নু, দীলিপ মিত্র, রনি আচার্য্য, মো. ইসমাইল, আবু সিদ্দিক, মো. শাহেদ, মো. টিটু, মো. শিবলু ও বাবলু দাশ।

প্রধান অতিথি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, রমজান মাসে আইন-শৃ্ঙ্খলা বাহিনী মানুষের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নারী নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বর্তমান পরিস্থিতি উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার প্রয়োজন। সরকারকে অবশ্যই জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে। বিএনপির সকল অঙ্গ সংগঠনকে মানুষের পাশে থাকার জন্য তারেক রহমান নির্দেশ দিয়েছেন। কোনো দলীয় কর্মীর জন্য জনগণের কষ্ট হলে সে কর্মী বিএনপিতে প্রয়োজন নেই। বিএনপির অঙ্গ সংগঠন তার দায়িত্ব নেবে না।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm