উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের শোকসভা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের দুই প্রয়াত শিক্ষক জ্ঞানদর্শী বড়ুয়া ও নারায়ণ কান্তি দাশের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান। প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া।

বক্তব্য রাখেন থাইংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, কুতুপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নুরুল হক খান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল উদ্দিন, চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ বড়ুয়া, বিদ্যালয়ের শিক্ষিকা রিতা বালা দে, মুক্তা রানী দে, শম্পা চৌধুরী, প্রাক্তন ছাত্র, গোলাম আকবর, আবদুল খালেকসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা।

এ সময় বক্তারা প্রয়াত দুই শিক্ষকের কর্মজীবন নিয়ে আলোকপাত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm