উখিয়ায় শিশু অপহরণের ঘটনায় পিস্তল-বন্দুকসহ অপহরণকারী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিশু অপহরণকারী অস্ত্র ও গুলিসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি দেশীয় তৈরি বন্দুক, ২১ রাউন্ড দেশি-বিদেশি গুলি, ৪টি র‍্যাবের কটি ও র‍্যাবের নকল আইডি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকালে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রোববার তাকে হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপহরণকারীর নাম জায়েদ হোসেন ফারুক।

সোমবার দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি জানান, গত ১১ জুন রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মো. হাফিজ উল্লাহ নামে এক শিশুকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে অপহৃতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে এ ঘটনার মূলহোতা মো. জায়েদ হোসেন ফারুককে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ডাকাত শাহ আলম ও বরখাস্ত সৈনিক সুমন মোল্লাসহ আরও চারজন এই অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm