বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি প্রতিক্ষীত ‘নবাব’ নিয়ে বড়সড় অভিযোগ করলেন যৌথ প্রযোজনার চলচ্চিত্রের প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার।
তিনি জানান, সিনেমাটি নির্মাণে নীতিমালার লঙ্ঘন হয়েছে।
বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন এ নির্মাতা।
গুলজার বলছিলেন, “এ বছরের ১ জুন ‘নবাব’ তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনার ছবি হিসেবে অনুমতি নিয়েছে। তাহলে কখন নির্মাণ করল, কখন শেষ করল।”
তিনি জানান, নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণের আগে মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়। ‘নবাব’-এর ক্ষেত্রে উল্টোটা ঘটেছে।
জয়দীপ মুখার্জী পরিচালিত ‘নবাব’-এর শুটিং শেষ হয়েছে কয়েক মাস আগে। অনুমতির আগে শুটিং বৈধ হবে কিনা? এমন প্রশ্নে গুলজার বলেন, ‘নিয়ম অনুযায়ী অবৈধ।’
তাহলে পরবর্তী অ্যাকশন কী হবে আপনাদের? ‘ছবিটি এখনো প্রিভিউ কমিটিতে জমা পড়েনি। পড়লে সব সদস্য মিলে সিদ্ধান্ত নেবে।’— বলছিলেন প্রিভিউ কমিটির প্রভাবশালী এ সদস্য।
তিনি আরো জানালেন, ‘বস টু’ মার্চ মাসে তথ্য মন্ত্রণালয় থেকে যৌথ প্রযোজনার ছবি হিসেবে অনুমতি নেয়। ওই মাসেই সিনেমাটির শুটিং শুরু হয়।
সম্প্রতি যৌথ প্রযোজনার নীতিমালা না মানার অভিযোগ আনা হয় ‘বস টু’র বিরুদ্ধে। বলা হয়, সিনেমাটিতে ভারত-বাংলাদেশের শিল্পী সংখ্যায় ভারসাম্য নেই। এর পরপরই গুলজারের বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ তোলে সিনেমা দুটির বাংলাদেশি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া। সে প্রেক্ষিতে মুখ খুললেন এ নির্মাতা।