ঈদের নামাজের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ মাঠ

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে দুই দফায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এতে প্রায় এক লক্ষ মানুষ ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷

বৃহস্পতিবার(২০ এপ্রিল) সকালে মেয়র জমিয়তুল ফালাহ মসজিদের ঈদগাঁ মাঠ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামের কেন্দ্রীয় ঈদ জামাতের জন্য জমিয়তুল ফালাহ ময়দান সম্পূর্ণ প্রস্তুত। এবার সকাল ৮টা ও ৯টায় দুটি জামাতে ৫০ হাজার করে এক লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ২০০ ফ্যান রাখা হয়েছে। সামিয়ানর নিচেই নামাজেই ব্যবস্থা থাকবে।

অজু করার জন্য মসজিদের অজুখানার পাশাপাশি গাড়িতে পানির সুব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও থাকবেন। পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মেয়র আরও বলেন, বৃষ্টিতে সড়কে পানি জমে যেন মুসল্লিদের যাতায়াত বিঘ্নিত না হয়, সে জন্য মসজিদের আশপাশের নালাগুলো পরিষ্কার করা হয়েছে। তবে অস্বাভাবিক বৃষ্টিতে পানি উঠলে মসজিদের ভিতরে জামাত হবে।

এ সময় উপস্থিত ছিলেম কাউন্সিলর আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী (টিপু), নির্বাহী প্রকৌশলী মির্জা ফজলুল কাদের।

Yakub Group

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!