চট্টগ্রামের ডবলমুরিং থানা এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রেজাউল হক (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) বিকেল ৫টার দিকে ঈদগাহ কাঁচা রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল হক নোয়াখালীর বেগমগঞ্জ থানা এলাকার মৃত মুমিনুল হকের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার উপপরিদর্শক জমির উদ্দিন বলেন, বিকেল ৫টার দিকে রেজাউল নামে এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পথচারিদের সহযোগিতায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
মুআ/এসএ