চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ওই থানার দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ওই ব্যবসায়ী।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ড থানায় দণ্ডবিধির ১৭০/৩৯৫ ধারায় এই মামলা দায়ের করা হয়।
মামলায় দুই পুলিশ সদস্য বাদে বাকি যে ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন রিপন (৩৫), হারুন (৩৩), রাজু (২৫)। তিনজনই পুলিশের সোর্স হিসেবে পরিচিত।
এই মামলার প্রধান দুই আসামিকে রাতেই গ্রেপ্তার দেখিয়েছে সীতাকুণ্ড থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে তাদের সীতাকুণ্ড থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সীতাকুণ্ড থানার এই দুই পুলিশ সদস্য হলেন এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম। তারা দুই জনই সীতাকুণ্ড থানায় কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর আবু জাফর নামে জামালপুরের এক ব্যবসায়ী পুরাতন ট্রাক কেনার উদ্দেশ্যে সীতাকুণ্ড আসেন। গাড়ি মনমতো না হলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসের টিকেট করে কাউন্টারে অপেক্ষা করতে থাকেন তিনি। এমন সময় এসআই সাইফুল আলম ও কনস্টেবল সাইফুল ইসলাম উক্ত ব্যবসায়ীকে তল্লাশি করে পকেটে ইয়াবা পাওয়া গেছে বলে তাকে গ্রেপ্তার করে গাড়িতে তোলে।
এরপর তাকে থানায় নিয়ে যাওয়ার কথা বলে কিছুদূর গিয়ে গাড়ি কেনার জন্য তার সাথে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এই ঘটনায় পরদিন (২১ ডিসেম্বর) ওই ব্যবসায়ী পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ করেন।
পরে ওই ব্যবসায়ীর অভিযোগ তদন্তের জন্য সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিমকে নির্দেশ দেন জেলা পুলিশ সুপার।
তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম জানান।
এআরটি/এএইচ