কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় এক ইয়াবা ব্যবসায়ীর জমকালো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েও নেওয়া যায়নি স্থানীয় বাসিন্দাদের। এলাকাবাসী একজোট হয়ে সেই বিয়ে বয়কট করেছেন।
জানা গেছে, কক্সবাজার শহরের টেকপাড়া মাঝিরঘাট রোড়ের হাঙ্গরপাড়া এলাকায় বেশ কয়েক বছর আগে থেকে জমি কিনে বসবাস করছিলেন টেকনাফ এলাকার বাসিন্দা ছলিম উল্লাহ। সম্প্রতি কয়েক কোটি টাকা খরচ করে সেখানে বিলাসবহুল বাড়ি নির্মাণ করা হয়। এ নিয়ে এলাকার মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, ছলিম উল্লাহর তিন স্ত্রীর অন্তত ১৫ জন সন্তান আছে। তাদের প্রত্যেকেই ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। এদের কেউ কেউ ইয়াবার মামলায় জেলও খেটেছেন। কিছুদিন আগেও ছলিম উল্লাহর ছেলে জসিম ঢাকায় ইয়াবাসহ আটক হয়েছেন বলে জানা গেছে। এছাড়া তার টেকপাড়ার বাড়িতেও বেশ কয়েকবার অভিযান চালিয়েছিল পুলিশ।
সেই ছলিম উল্লাহর ছেলে জয়নালের বিয়ে উপলক্ষে শনিবার (৫ মার্চ) ছিল বেশ জমকালো আয়োজন। ছেলের জন্য বৌ হিসেবে আনা হয় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকার সাবেক এক জনপ্রতিনিধির ভাতিজিকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছলিম উল্লাহসহ তার পূর্বপুরুষ এবং বেশিরভাগ আত্মীয়স্বজনই মিয়ানমারের বাসিন্দা। তাদের অনেক নিকটাত্মীয় বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে থাকেন, সেখান থেকে টেকপাড়ার বাড়িটিতে আসা-যাওয়া করেন।
এদিকে ছলিম উল্লাহর ছেলের বিয়ে উপলক্ষে স্থানীয় অনেক মানুষকে দাওয়াত দিলেও হাতেগোণা কয়েকজন ছাড়া কেউ সেই বিয়েতে যাননি বলে জানা গেছে। স্থানীয়দের অনেকে জানিয়েছেন, সেই বাড়িতে দিনরাত রোহিঙ্গা ও ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনা থাকে, সে কারণেই এলাকাবাসী একজোট হয়ে বিয়ে বয়কট করেছেন।
সিপি