ইয়াবা পাচার, রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংন্ডু জেলার বলিবাজারের মোহাম্মদ ফিরোজের ছেলে। এ সময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং টাকাগুলো অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি আবুল কাসেম। তিনি বলেন, ‘২০১৮ সালে টেকনাফ ২ বিজিবির সদস্যরা তল্লাশি করে ১৫ হাজার ৮৫টি ইয়াবাসহ ফয়সালকে আটক করে। ওই ঘটনায় বিজিবির নায়েক ফজলুল হক বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটির দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করা হয়।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm