ইয়াবা পাচারের নায়ক ফারুকসহ ৪ জনের রিমান্ড

কক্সবাজারে ১৪ লাখ ইয়াবা ও এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধারের ঘটনায় মূল নায়ক ফারকসহ ৪ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিজ্ঞ বিচারক জেরিন সুলতানা রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডের জন্য আদেশ দেওয়া অন্য ৩ জন আসামি হলো-কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছটার মোজাফফর আহমদের পুত্র নুরুল আলম প্রকাশ বাবু (৫৫), একই এলাকার আবুল হোসেনের পুত্র আবুল কালাম (৫০) এবং আবুল কালামের পুত্র শেখ আবদুল্লাহ (১৯)।

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) জেলা গোয়েন্দা শাখা শাখার ওসি শেখ মোহাম্মদ আলীর ১০ দিনের রিমান্ড আবেদন প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি সদর উপজেলার চৌফলদন্ডী ঘাট থেকে ১৪ লাখ পিস ইয়াবা এবং একইদিন বিকেলে মামলার প্রধান আসামি জহুরুল ইসলাম প্রকাশ ফারুকের উত্তর নুবিয়াছটাস্থ বাড়ি থেকে বস্তাভর্তি নগদ এক কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!