ইয়াবা নিয়ে মামীর কাছে যাওয়ার পথে গ্রেপ্তার দুই ভাগ্নে

করোনাভাইরাসের ঝুুঁকির মধ্যেও থেমে নেই মাদক কারবারিরা। ইয়াবা পাচারে শিশু থেকে বৃদ্ধ ও স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের ব্যবহার করা হচ্ছে এ ঘৃণ্য কর্মকাণ্ডে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের আনোয়ারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবাসহ দুই শিশুকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট (আনোয়ারা-বাঁশখালী) সড়কের যাত্রী ছাউনির সামনে গোপন সংবাদের ভিত্তিতে দুই শিশুর ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলো- কক্সবাজার জেলার নীল জাদী মুড়া এলাকার ইলিয়াছের ছেলে ইউনুছ (১৫) ও একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে আনোয়ার শাকেল।

ইয়াবাগুলো পেকুয়া থেকে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাচ্ছিল তারা। পুলিশের জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে কর্ণফুলীর উপজেলার মইজ্জ্যারটেক এলাকার মামী নুর জাহান বেগমের কাছে পৌঁছে দেওয়ার কথাও স্বীকার করেছে বলেও জানিয়েছেন আনোয়ারা থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক রেজাউল করিম।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা সহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm