ইয়াবা ও অস্ত্রসহ ডাকাত ধরা

কক্সবাজারের উখিয়ায় ইয়াবা ও অস্ত্রসহ কুখ্যাত এক ডাকাতকে আটক করেছে ৩৪ বিজিবি’র সদস্যরা।

আটক ডাকাতের নাম গণি মিয়া (৩৬)। সে ৫নং পালংখালী ইউনিয়নের মুসার খোলা বটতলী গ্রামের গনি মিয়ার বাড়ির সেকেন্দার আলীর ছেলে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির পালংখালী বিওপি’র সদস্যরা ৫ নম্বর পালংখালী ইউনিয়নেরর মুসার খোলা বটতলী গ্রামে অভিযান চালায়। এসময় মোটর সাইকেল যোগে পালানোর সময় কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী ও ইয়াবা কারবারি ১৫টি মামলার পলাতক আসামি মো. গণি মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে মোটর সাইকেল তল্লাশি করে সিটের নিচে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২০ হাজার ১০৫ পিস ইয়াবা, দুটি মোবাইল, একটি মোটর সাইকেল, দুটি দেশিয় রাম দা, তিনটি দেশিয় চাকু, এক বক্স অস্ত্র তৈরির সরঞ্জাম, ৫০টি বিজিপি’র মানকি টুপি, একটি বিজিপি’র থ্রি কোয়ার্টার পেন্ট ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়। আটক মালামালের মূল্য ৬৬ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm