ইয়াবাসহ যুবক গ্রেপ্তার আনোয়ারায়

চট্টগ্রামের আনোয়ারায় ৫২ পিস ইয়াবাসহ আশরাফ আলী ফিরোজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আশরাফ উপজেলার দক্ষিণ বন্দর গ্রামের বেচা তালুকদার বাড়ির লোকমান আলীর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলীর থানার বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ পারভেজ। তিনি বলেন, ‘সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মহালখান বাজার এলাকার ছায়াপথ ক্লিনিক্যাল ল্যাবের সামনে থেকে আশরাফ আলী ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৫২টি ইয়াবা। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৪০০ টাকা। তাকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm