চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় ইয়াবা সহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ১ হাজার ৩ শত ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১টার দিকে সিনেমা প্যালেস সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল হাসেম (৬০) ও হাছিনা বেগম (৫০)।
তারা দুইজন স্বামী ও স্ত্রী। তাৎক্ষণিক তাদের ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. হাসান ইমাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গতকাল রাতে পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সহ আবুল হাসেম (৬০) ও হাছিনা বেগম (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন এই দম্পতি। এসময় তাদের কাছ থেকে ১৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মুআ/এসএইচ