নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া টিএসআই (টাউন সাব ইন্সপেক্টর) সিদ্দিকুর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত সোমবার (১৭ জুন) এ রিমান্ডের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম) মো. শহীদুল্লাহ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সিদ্দিকুর রহমানকে জিজ্ঞাবাদের জন্য আমরা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছি আদালতে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, এর আগে ১৪ জুন সন্ধ্যায় ইয়াবা পাচারকালে র্যা ব ও কাউন্টার টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানে আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবা ও ৮০ হাজার টাকাসহ গ্রেফতার হন সিদ্দিকুর রহমান। তার কাছ থেকে একটি মোটর সাইকেলও জব্দ করে অভিযানকারী টিম।
এদিকে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিদ্দিকুর রহমান ইয়াবা পাচারে তার অপর দুই সহযোগী পুলিশের নাম স্বীকার করেছিল। তাদের একজন জিআরপি থানার টিএসআই বাবুল খন্দকার। সিদ্দিক গ্রেফতার হওয়ার পর থেকেই কর্মস্থলে উধাও বাবুল।
এফএম /এসএস