চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির তেলের ডিপোর পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১ ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে পর এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার (১৫ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ট্যাংক ফার্ম এলাকার মিটারিং স্টেশনের পাশে এ আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (ডিএডি) পরিচালক আবদুল হামিদ বলেন, ‘আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তে সাপেক্ষ। তবে আগুন তেমন বড় ছিল না। আমাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে আগুন নির্বাপন করতে গেলেও কাজ করেছে ৪টি ইউনিট।’
এমএ/এমএফও