ইস্টার্ন রিফাইনারিতে ক্রেন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাজ করার সময় হঠাৎ ক্রেন থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মারা গেছেন ইস্টার্ন রিফাইনারির এক শ্রমিক।

নিহত শ্রমিকের নাম জসীম উদ্দীন (৫৫)। তিনি বন্দর থানার মাইজপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন।

বেলায়েত হোসেন বলেন, ‘নিহত জসীম ইস্টার্ন রিফাইনারিতে দৈনিক মজুরিতে কাজ করতেন। কাজ করার সময় অতিরিক্ত গরমে মাথা ঘুরে ক্রেন থেকে পড়ে যান। এ সময় তার এক পা ক্রেনের চাকার নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Yakub Group

এনইউএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!