চট্টগ্রাম জেলার চান্দগাঁও নাজিরপাড়া সার্বজনীন শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গনে জয় সংঘ ক্লাবে মহা প্রসাদ বিতরণ করা হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের সার্বিক ব্যবস্থাপনায় শতাধিক শিক্ষার্থীদের এ প্রসাদ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহান আশির্বাদক ডা. চিত্ত রঞ্জন গৌরাঙ্গ দাস অধিকারী, ইসকন নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, শ্রীমান উজ্জ্বল রসময় দাস ব্রহ্মচারী, সহকারী শিক্ষক শ্রীযুক্ত কাজল কান্তি ধর, বিশিষ্ট সংঘটক তাপস শীল, সহকারী শিক্ষিকা প্রীতিকণা দাস, শ্রীমান গোবিন্দ প্রসাদ দাসসহ প্রমুখ।
বক্তারা ইসকন প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৩০টিরও বেশী ভাষায় সংকলিত ‘শ্রীমদ্ভগবতগীতা যথাযথ’ গুরুত্ব এবং গীতা অধ্যায়নের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
তারা বলেন, ‘মানব সমাজে ভগবদগীতার অনুশাসন পালন করে সারা বিশ্বের ন্যায় আমরা সুখী হতে পারি। তাতে শিক্ষার্থীরা তাদের গীতাময় জীবন গঠনে সংকল্প গ্রহন করে। ইসকন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মান উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তাদের মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছে।’
এমএফও